নিয়োগ বিজ্ঞপ্তি

 

সরকারী বিধি মোতাবেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো অ এমপিও নীতিমালা -২০২১ এবং সর্বশেষ পরিবর্তন অনুযায়ী পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়,ডাক-গুড়দহ, উপজেলা-মহেশপুর, জেলা- ঝিনাইদহের শুন্য/সৃষ্ট পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদের নামঃ ০১। অফিস সহায়ক ০১ জন

০২। নিরাপত্তা কর্মী ০১ জন

০৩। নৈশ্য প্রহরী     ০১ জন

০৪। পরিচ্ছন্নতা কর্মী ০১ জন

০৫। আয়া              ০১ জন

বিঃ দ্রঃ পূর্বে যারা উক্ত পদে আবেদন করেছেন তাদেরও আবেদন করতে হবে।সে ক্ষেত্রে ব্যাংক ড্রাপ্ট/পোষ্টাল অর্ডার লাগবেনা।

বয়স ২৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত ১৮ থেকে ৩৫ বছর হতে হবে।